জ্বর হলেই সঙ্গে সঙ্গে এ্যান্টিবায়োটিক খাবেন না

বাংলাদেশে ওষুধ ব্যবহারে কোন বিধিনিষেধ না থাকায় মানুষ যত্রতত্রভাবে ওষুধ খায়।
 যার ফলে রোগের চিকিৎসার নানাবিধ সমস্যা দেখা দেয়। অনেক সময় দেখা যায় কারও জ্বর হলে পাশের ফার্মেসিতে গিয়ে ড্রাগিস্ট বা কেমিস্টকে বলল সে একটা প্যারাসিটামল আর কোন একটা এ্যান্টিবায়োটিক ২/১ দিন খাওয়ার জন্য দিয়ে দিল। 
এ রকম অপচিকিৎসা হরহামেশাই হচ্ছে।  
এই যে ২/১ দিনের জন্য দেয়া এ্যান্টিবায়োটিক রোগীর জন্য মারাত্নক ক্ষতি করতে পারে। এখানে কোন রোগে কোন এ্যান্টিবায়োটিক লাগবে সেটা দেখা হয় না, ডোজ পর্যাপ্ত হয় না বা আদৌ কোন এ্যান্টিবায়োটিক লাগবে কি না সেটাও ভাবা হয় না। অসুবিধাগুলো হয় যেমন ড্রাগ রেজিস্ট্যান্স পার্শ্বপ্রতিক্রিয়া প্রকৃত রোগ নির্ণয়ে বাধা সৃষ্টি এবং ওষুধের অপচয়। আমাদের দেশে সচরাচার যে জ্বরগুলো হয় যেমন ভাইরাস জ্বর, টাইফয়েড, ম্যালেরিয়া, প্রস্রাবে ইনফেকশন এবং ফুসফুসে ইনফেকশন। 

এখানে দেখুন ভাইরাস জ্বর এবং ম্যালেরিয়াতে এ্যান্টিবায়োটিক খাওয়ার দরকারই নেই। এবং অন্যগুলোতে নির্ধারিত গ্রম্নপের এ্যান্টিবায়োটিক ঠিক প্রয়োজন হয় এবং সেটা কালচার করে দিলে সঠিক হয়। শুধু তাই নয় কোনটাতে কতদিন এ্যান্টিবায়োটিক দিতে হবে সেটাও নির্ধারিত। তাহলে দেখুন না জেনে এ্যান্টিবায়োটিক খেলে পরিণাম কি হতে পারে। সুতরাং জ্বর হলে আগে চিকিৎসকের পরামর্শ নিন এবং সে অনুযায়ী ওষুধ খান। সুস্থ থাকুন।
ড. আবু হেনা মোসত্মফা কামাল
সহযোগী অধ্যাপক
মেডিসিন বিভাগ, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল

Comments

Popular posts from this blog

কালোজিরার গুণ

জোড়ার বাত ও প্রতিকার

ব্রন থেকে মুক্তি পাওয়ার ১০০% পরীক্ষিত উপায়