Posts

Showing posts from 2017

ব্রন থেকে মুক্তি পাওয়ার ১০০% পরীক্ষিত উপায়

Image
ব্রন কি ? ব্রণ বা এক্নি হচ্ছে আমাদের শরীরের ত্বকের রোগ। মুখ, গলা, বুকের উপরিভাগ আর হাতের উপরিভাগে এই রোগটা হয়। এসব জায়গায় ছোট ছোট দানা,  ছোট ছোট ফোঁড়া, সিস্ট এমনকি নোডিউল হতে পারে। ব্রণ/Acne ব্রণ কাদের হয় ? সাধারনত বয়ঃসন্ধিকালে শরীরের হরমোন পরিবর্তনের ফলে ব্রণ বেশী  হয়। ব্রণ বা অ্যাকনি ত্বকের ঔজ্জ্বল্য ও সৌন্দর্য নষ্ট করে দেয় ।ত্বকের তৈলগ্রন্থি বা ওয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণ হয়। ব্রণের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি প্রভাবিত করে, তা হলো পরিচ্ছন্নতা ও খাদ্যাভ্যাস।মুখে ধুলা ময়লা জমে থাকলে ব্রন হতে পারে আবার কিছু খাবার আছে, যা মুখে ব্রণের সমস্যা বাড়িয়ে দেয়। ব্রণ প্রতিরোধের ১০০% পরীক্ষিত কার্যকরী উপায় নিন্মে দেয়া হলঃ • প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন। • মুখের তৈলাক্ত ভাব দূর করতে দিনে রাতে কয়েকবার মুখ ক্ষার মুক্ত সাবান বা ফেস ওয়াস দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। • নিজের চিরুনি, তোয়ালে, রুমাল বা গামছা ব্যবহার করুণ এবং সব সময় পরিষ্কার করে রাখুন। • মাথায় প্রতিদিন শ্যাম্পু দিন। মাথায় খুশকী হলে ব্রণ হতে পারে। তাই খুশকি মুক্ত...

পেস্তাবাদামের নানা গুণ

দাঁতের রোগ ও লিভারের সমস্যায় পেস্তাবাদাম বেশ উপকারী। পেস্তা লো-গ্লিসেমিক ইনডেক্স ধরনের খাবার। অর্থাৎ পেস্তা থেকে কার্বোহাইড্রেট ধীরে ধীরে ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ফলে রক্তে গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে। পেস্তাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-৬। এতে রয়েছে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোস্টেরল। পেস্তাবাদামে লুটেন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়সের কারণে সৃষ্ট নানা শারীরিক সমস্যা যেমন মাংসপেশির দুর্বলতা, চোখের ছানির সমস্যা প্রতিরোধে সহায়তা করে। পেস্তাবাদামে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট, যা কোলেস্টেরল কম রাখতে সাহায্য করে। পেস্তাবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এতে ফ্যাটের পরিমাণও কম। ফলে রক্তে লিপিডের পরিমাণ বজায় রাখতে পেস্তা সাহায্য করে। সুত্রঃআমাদেরসময়